জান্নাতি ২০ সাহাবীর নাম এবং শ্রেষ্ঠ সাহাবীদের নাম তালিকা সহ ৪১ টি
আপনাদের উদ্দেশ্য হল জান্নাতি ২০ সাহাবীর নাম জানতে চাওয়া সেই জন্যই আপনারা গুগলে সাহাবীদের নাম দিয়ে সার্চ করেছেন এবং আজকে আপনারা জান্নাতি ২০ সাহাবীর নাম ও জান্নাতের সুসংবাদ সহ ১০ সাহাবীদের নাম এর পাশাপাশি শ্রেষ্ঠ সাহাবীদের নাম
এবং তাদের নামের একটা তালিকা দেখতে পাবেন। আজকে আমরা আমাদের এই ওয়েবসাইটে শ্রেষ্ঠ সাহাবীদের নাম তালিকা সহ এবং জান্নাতি ২০ সাহাবীর নাম সবকিছু আপনাদের জানাবো।আপনার যদি জানার জন্য ইচ্ছা প্রকাশ করে থাকেন তাহলে আর্টিকেলটি ভালো করে দেখুন এবং পরুন।
জান্নাতি ২০ সাহাবীর নাম
এই অংশে আমি আপনাদের সাথে জান্নাতি ২০ সাহাবীর নাম শেয়ার করলাম যারা একের পর এক জান্নাতে যাবে।
- হযরত ওমর ফারুক (রাঃ)
- হযরত আবু বকর (রাঃ)
- হযরত ওসমান (রা)
- হযরত আলী মোর্তাজা (রা)
- হযরত হামজা (রা)
- হযরত যায়েদ বিন হারেছো (রা)
- হযরত আবু কাবসা সুলাইম (রা)
- হযরত আবু মারছাদ গানাভী (রা)
- হযরত মারছাদ বিন আবু মাদছাদ (রা)
- হযরত উবাইদা বিন হারেছ (রা)
- হযরত তোফায়েল বিন হারেছ (রা)
- হযরত হুসাইন বিন হারেছ (রা)
- হযরত আউফ বিন উসাসা (রা)
- হযরত আবু হুযায়ফা (রা)
- হযরত ছালেম (রা)
- হযরত সুহইব বিন সিনান (রা)
- হযরত আব্দুল্লাহ বিন জাহাশ (রা)
- হযরত উকাশা বিন মিহসান (রা)
- হযরত শুজা, বিন ওহাব (রা)
- হযরত ওতবা বিন রবীআহ (রা)
উপরে আলোচিত সাহাবীগণ জান্নাতি তারা মহানবী সাঃ এর প্রিয় সাহাবীগণ ছিলেন। তাদের ইসলামের দীর্ঘবিশ্বাস ও ইসলামে তাদের ঈমান, তাকওয়া, সাহস, বুদ্ধিমত্তা, দানশীলতা ও অবদান ছিল অতুলনীয় ও মনোমুগ্ধকর।
সুসংবাদ প্রাপ্ত জান্নাতি ১০ সাহাবীর নাম
এই অংশে যে আমি দশ জন সাহাবীর নাম আপনাদের সাথে আলোচনা করব তারা দুনিয়াতে থাকতে জান্নাতে সার্টিফিকেট পেয়েছে অর্থাৎ তারা জীবিত অবস্থায় জান্নাতে সুসংবাদ পেয়েছেন।
- ১) আবু বকর সিদ্দিক (রা)
- ২) উমর ইবনুল খাত্তাব (রা)
- ৩) ওসমান ইবনে আফফান (রা)
- ৪) আলি ইবনে আবু তালিব (রা)
- ৫) তালহা ইবনে ওবায়দুল্লাহ (রা)
- ৬) জুবাইর ইবনুল আওয়াম (রা)
- ৭) আব্দুর রহমান ইবনে আউফ (রা)
- ৮) সাদ ইবনে আবু আয়াক্কাস (রা)
- ৯) আবু উবাইদা ইবনুল জাররাহ (রা)
- ১০) সাঈদ ইবনে জায়েদ (রা)
আপনাদের সাথে উপরে আলোচিত এই দশজন সাহাবীকে স্বপ্নে জান্নাতের সুসংবাদ ও আমন্ত্রণ দেয়া হয়েছিল। তাদের ছিল ইসলামের প্রতি অনেক করা জ্ঞান। তারা ছিলেন হযরত মুহাম্মদ সাঃ এর প্রিয় সাহাবীগণ।ইসলামে তাদের ঈমান, তাকওয়া, সাহস, বুদ্ধিমত্তা, দানশীলতা ও অবদান ছিল অতুলনীয় ও মনোমুগ্ধকর।
শ্রেষ্ঠ সাহাবীদের নাম ও তালিকা সহ ৪১ টি
ইতিমধ্যে আমরা জান্নাতি ২০ সাহাবীর নাম এবং দুনিয়াতে থাকতে জান্নাতে আমন্ত্রিত ১০ জন সাহাবীদের নাম জানতে পেরেছি এবং আমি এখানে নিচে এই সকল সাহাবীদের নামসহ আরো ১০ সাহাবীদের নাম অর্থাৎ মোট 41 টি সাহাবীদের নাম আলোচনা করব নিচে দেয়া হল শ্রেষ্ঠ সাহাবীদের নাম তালিকা সহ দেখুনঃ
- হযরত হুসাইন বিন হারেছ (রা)
- হযরত আউফ বিন উসাসা (রা)
- জুবাইর ইবনুল আওয়াম (রা)
- হযরত ইয়াজিদ বিন রুকাইশ (রা)
- হযরত আবু সিনান (রা)
- হযরত সাদ বিন খাওলা (রা)
- হযরত সুহইব বিন সিনান (রা)
- হযরত আব্দুল্লাহ বিন জাহাশ (রা)
- হযরত উকাশা বিন মিহসান (রা)
- হযরত শুজা, বিন ওহাব (রা)
- হযরত ওতবা বিন রবীআহ (রা)
- আবু বকর সিদ্দিক (রা)
- উমর ইবনুল খাত্তাব (রা)
- ওসমান ইবনে আফফান (রা)
- আলি ইবনে আবু তালিব (রা)
- তালহা ইবনে ওবায়দুল্লাহ (রা)
- হযরত মাসউদ বিন সাদ (রা)
- হযরত রবীআ বিন আক্সাম (রা)
- হযরত ওমর ফারুক (রাঃ)
- হযরত আবু বকর (রাঃ)
- হযরত ওসমান (রা)
- হযরত আলী মোর্তাজা (রা)
- হযরত সিনান বিন আবু সিনান (রা)
- হযরত মুহরিজ বিন নাজলা (রা)
- হযরত আবু হুযায়ফা (রা)
- হযরত হামজা (রা)
- আব্দুর রহমান ইবনে আউফ (রা)
- সাদ ইবনে আবু আয়াক্কাস (রা)
- আবু উবাইদা ইবনুল জাররাহ (রা)
- সাঈদ ইবনে জায়েদ (রা)
- হযরত ছালেম (রা)
- হযরত যায়েদ বিন হারেছো (রা)
- হযরত আবু কাবসা সুলাইম (রা)
- হযরত আবু মারছাদ গানাভী (রা)
- হযরত মারছাদ বিন আবু মাদছাদ (রা)
- হযরত উবাইদা বিন হারেছ (রা)
- হযরত তোফায়েল বিন হারেছ (রা)
- হযরত হাতেব বিন আমর (রা)
- হযরত মালেক বিন আমর (রা)
- হযরত মিদলাজ বিন আমর (রা)
- হযরত মিদলাজ বিন আমর (রাঃ)
উপরে আলোচিত সাহাবীগণ জান্নাতি তারা মহানবী সাঃ এর প্রিয় সাহাবীগণ ছিলেন।তাদের ইসলামের দীর্ঘবিশ্বাস ও ইসলামে তাদের ঈমান, তাকওয়া, সাহস, বুদ্ধিমত্তা, দানশীলতা ও অবদান ছিল অতুলনীয় ও মনোমুগ্ধকর। শ্রেষ্ঠ সাহাবীদের নাম তালিকা সহ ৪১টি আপনাদের সাথে আলোচনা করা।
শেষ কথাঃ
আমরা সঠিক তথ্য দেয়ার মাধ্যমে আপনাদেরকে সহযোগিতা করি এবং আজকে আমরা ইতিমধ্যে জান্নাতি ২০ সাহাবীর নাম ও জান্নাতি ১০ সাহাবীর নাম ও জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ও শ্রেষ্ঠ সাহাবীদের নাম ও তালিকা সহ ৪১ টি এ সকল বিষয়গুলো আপনাদেরকে তথ্য আকারে জানিয়ে ফেলেছি। আপনার আর্টিকেলের সম্পন্ন করলে সকল তথ্য পেয়ে যাবেন।
তারপরও যদি কোন ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ইসলাম হচ্ছে আমাদের পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম কারণ এটি স্বয়ং আল্লাহ তা'আলা আমাদের দিয়েছেন। আমরা যদি একজন প্রকৃত মুসলিম হয়ে থাকি তাহলে এই সকল সাহাবীদের নাম আমাদের জানা অনেক জরুরী। যা আমাদের এই আর্টিকেলের মধ্যে আপনাদের সামনে সম্পূর্ণ আকারে তুলে ধরেছি। তো আপনারা যদি আরও সাহাবীদের নাম জানতে চান তাহলে এই আর্টিকেলের মধ্যে কমেন্ট করে জানাবেন। এবং আমাদের আর্টিকেলটি আপনার ভালো লাগে তো অবশ্যই আপনি ইসলাম সম্পর্কে আগ্রহী এবং ঈমানদার মানুষদের সাথে এটি শেয়ার করে দিবেন এবং তাদেরও পড়ার সুযোগ করে দিয়েন ধন্যবাদ। এবং আমাদের এরকম তথ্য যদি আপনি রেগুলার জানতে চান তাহলে আমাদের এই আকুয়া বিডি ওয়েবসাইটটির ইসলামিক ক্যাটাগরি ফলো করতে পারেন।