ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪
আপনারা অনেকে ট্রেনে সময়সূচী সম্পর্কে জানতে চেয়েছেন। তো আমাদের ওয়েবসাইটের এই
অংশে আপনাদেরকে জানানো হবে।
ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের সময়সূচী এবং রাজশাহী থেকে ঢাকা ট্রেনের সময়সূচী
অতঃপর নরসিংদী টু ঢাকা ট্রেনের সময়সূচী। এবং তার সাথে সাথে বিস্তারিত আরো তথ্য
আলোচনা করা হবে। নিচে দেওয়া হলো দেখুন।
ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের সময়সূচী
আপনার অনেকে জানতে চেয়ে থাকেন ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের সময়সূচী সম্পর্কে। তো
আজকে এই অংশে আমি আপনাদের সাথে শেয়ার করব ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের সময়সূচী
এবং ভাড়ার তালিকা ২০২৪ নিয়ে। মূলত ঢাকা থেকে ময়মনসিংহের দূরত্ব ১২২ কিলোমিটার।
বাংলাদেশের রেল মন্ত্রণালয় এবং রেলমন্ত্রী বর্তমানে ঢাকা টু ময়মনসিংহের জন্য
ছয়টি অন্তনগর ট্রেন এবং পাঁচটি কমিউনিটর ট্রেন বর্তমানে ঢাকা থেকে ময়মনসিংহের
উদ্দেশ্যে চালু রেখেছেন যাতায়াত করার জন্য।
তাছাড়াও ঢাকা থেকে আন্তঃনগর ট্রেনগুলো পৌঁছাতে সময় লাগে
তিন ঘন্টার কাছাকাছি তাছাড়া কোন কোন সময় তিন ঘন্টা ত্রিশ মিনিটের বেশিও
লাগতে পারে ট্রেন যেতে লেট হয় সেক্ষেত্রে। উপরের ছবিটি দেখে আপনারা
সময়ের কিছু ধারণা পেতে পারেন তাছাড়াও বাকি সকল তথ্য নিচে
টেবিল করে আলোচনা করা হয়েছে দেখুন।
ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের ভাড়া এবং সময়সূচীও উল্লেখ করা হবে সাথে ট্রেনের নাম এবং ট্রেন ছাড়ার সময় এবং ছুটির দিন ২০২৪
ঢাকা থেকে ময়মনসিংহের পথে খুব আরামে যাওয়ার একটি যাতাযাতের বিকল্প হচ্ছে ট্রেন। যার অন্য কোন বিকল্প থাকতে পারে না। তাছাড়া আমরা অনেকে বাস বা অন্যান্য যাত্রায় যাতায়াত করে শান্তি পায় না কিংবা অনেক ক্ষেত্রে অনেকের বমি হতে পারে। ইতিমধ্যে আমরা ট্রেনের দূরত্ব এবং যেতে কতক্ষণ সময় লাগে সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এখন আমি আপনাদের সাথে আলোচনা করব ভাড়া এবং সময়সূচি গুলো নিয়ে এবং ট্রেনের নাম ইত্যাদি বিস্তারিত। নিচে দেয়া হলো ঢাকা টু ময়মনসিংহের ট্রেনের সকল অজানা তথ্য সাথে ছুটির দিনগুলো উল্লেখ করা হবে।
ট্রেনের নাম গুলো | ট্রেন নম্বর সমূহ | ট্রেন ছাড়ার সময় | ট্রেন পৌঁছানোর সঠিক সময় | ছুটির দিন সমূহ |
---|---|---|---|---|
হাওর এক্সপ্রেস | 777 | 11:50 PM | 1:15 AM | বুধবার |
অগ্নিবিনা এক্সপ্রেস | 735 | 11:00 AM | 1:50 PM | ট্রেন নাই |
মোহনগঞ্জ এক্সপ্রেস | 789 | 1:15 AM | 4:05 PM | সোমবার |
যমুনা এক্সপ্রেস | 745 | 4:45 PM | 3:48 PM | ট্রেন নাই |
ব্রহ্মপুত্র এক্সপ্রেস | 773 | 6:15 PM | 9:20 PM | ট্রেন নাই |
তিস্তা এক্সপ্রেস | 707 | 7:30 Am | 10:20 Pm | সোমবার |
ঢাকা থেকে ময়মনসিংহ কমিউটার ট্রেনের সময়সূচী ২০২৪
আমরা অনেকে জানতে চেয়ে থাকি ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার ট্রেনের কমিউটার। তো বাংলাদেশ থেকে ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার জন্য পাঁচটি কমিউটার চালু রয়েছে ২০২৪ সালে রেল নীতিমালা মেনে চালু রয়েছে। তো নিচে সরকার রেল মন্ত্রণালয়ের মাধ্যমে যে পাঁচটি ট্রেন চালু রেখেছে তার সময়সূচি এবং তথ্য দেয়া হলো দেখুন।
- দেওয়ানগঞ্জ ট্রেন কমিউটার।
- মহুয়া ট্রেন এক্সপ্রেস।
- বলাকা ট্রেন কমিউটার।
- জামালপুর ট্রেন কমিউটার।
- ভাওয়াল ট্রেন এক্সপ্রেস
শ্রদ্ধেয় যাত্রীগণ আপনারা যারা যারা উপরে কমিউটার এর সময়সূচি সম্পর্কে জানেন না তারা নিচে দেওয়া সময়সূচি দেখে নিয়ে প্রকৃত হতে পারবেন।
- দেওয়ানগঞ্জ ট্রেন কমিউটার = ছাড়ার সময়ঃ 5:40 AM = পৌঁছানোর সময়ঃ 8:00 AM = ছুটির দিন= নাই
- মহুয়া ট্রেন এক্সপ্রেস = ছাড়ার সময়ঃ 8:10 AM = পৌঁছানোর সময়ঃ 2:50 PM = ছুটির দিন= নাই
- বলাকা ট্রেন কমিউটার = ছাড়ার সময়ঃ10:40 AM = পৌঁছানোর সময়ঃ 2:50 PM = ছুটির দিন= নাই
- জামালপুর ট্রেন কমিউটার = ছাড়ার সময়ঃ 10:40 AM = পৌঁছানোর সময়ঃ 2:50 PM = ছুটির দিন=নাই
- ভাওয়াল ট্রেন এক্সপ্রেস = ছাড়ার সময়ঃ 7:35 PM = পৌঁছানোর সময়ঃ 4:20 PM = ছুটির দিন= নাই
ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের ভাড়া ২০২৪
প্রিয় সম্মানিত যাত্রীবৃন্দগণ আপনারা অনেকেই আছেন যারা ঢাকা টু ময়মনসিংহ
ট্রেনের ভাড়া জানেন না। তো আমি এই অংশ আপনাদের সাথে আলোচনা করব ঢাকা টু
ময়মনসিংহ ট্রেনের ভাড়া। জার্নি করার আগে অবশ্যই আপনি যদি না জেনে থাকেন
ঢাকা টু ময়মনসিংহের ভাড়া তাহলে দেখে নেবেন প্লিজ নিচে দেয়া হলোঃ
- সাধারণ শ্রেণি= ৪৫ টাকা
- সাধারণ মেইল= ৫৫ টাকা
- কমিউটার=৬০ টাকা
- সুলভ= ৭০ টাকা মাত্র
- প্রথম শ্রেণীর চেয়ার= ২১৫ টাকা মাত্র
- স্নিগ্ধা চেয়ার= ২৭২ টাকা মাত্র
- প্রথম শ্রেণীর কেবিন সহ= ২৮১ টাকা মাত্র
- এসি সংযুক্ত সিট= ৩২৫ টাকা মাত্র
- শোভন= ১২০ টাকা মাত্র
- শোভন চেয়ার= 140 টাকা মাত্র
উপসংহারঃ আপনারা যারা যারা
ট্রেন সম্পর্কে একটু কম ধারনা আছে তারা আজকের এই পোস্টটি ভাল করে পড়লে ঢাকা টু
ময়মনসিংহ ট্রেনের সময়সূচী এবং ভাড়া কিভাবে ২০২৪ সালে অনুযায়ী সকল কিছু জেনে
নিতে পারবেন। এবং অনেকেই আছেন যারা ট্রেনে খুব সহজে যাতায়াত করতে পারেন বাস বা
অন্যান্য যানবাহনের অনুযায়ী।
এবং খুব কম খরচে এবং সময় সেভ করে ট্রেনের জার্নি করতে পারেন। যেখানে আপনার
বাসে পাঁচ থেকে ছয় ঘন্টার বেশি লেগে যেতে পারে সেখানে
ট্রেনে মাত্র তিন থেকে চার ঘন্টা বেশিতে চলে যেতে পারবেন এবং বাসের
টিকিটের মূল্য অনুযায়ী কম খরচে। এবং আপনি আমাদের আর্টিকেলটি ভালোভাবে পড়লে
ঢাকা টু ময়মনসিংহ যাতায়াত করা নিয়ে কোন রেল সন্দেহজনক বিষয় আপনাদের মাথায়
আর থাকবে না। এমন রেল সংক্রান্ত প্রতিদিন তথ্য জানতে আমাদের ওয়েবসাইট রেগুলার
ভিজিট করুন।