এলার্জি ঔষধ এর নাম বাংলাদেশ ২০২৪ - এলার্জি ঔষধ এর নাম

আপনারা এলার্জি সম্পর্কে অনেক রকম তথ্য জানতে চেয়ে থাকেন। আজকে আমাদের ওয়েবসাইটে এলার্জি সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন। এলার্জি ঔষধ এর নাম বাংলাদেশ ২০২৪ সবরকম পেয়ে যাবেন
এলার্জির সবচেয়ে ভালো ঔষধ
এবং আমি যে ওষুধগুলো নাম আপনাদের সাথে আলোচনা করব আমাদের এই আর্টিকেল এর মধ্যে।সেটি হবে এলার্জির সবচেয়ে ভালো ঔষধ। তো আপনি চাইলে আমাদের পোস্ট পরতে পারেন তা ছাড়াও আপনি সূচিপত্র থেকে আপনার পছন্দের মতন অংশ বেছে নিয়ে পড়তে পারেন।

এলার্জি কি

আপনারা অনেকে জানতে চেয়ে থাকেন এলার্জি কি। এবং এলার্জি কি ভাবে আসে আজকে আমাদের ওয়েবসাইটে অংশ আপনি জানতে পারবেন এলার্জি কি। জানতে পোস্টটি সম্পন্ন পড়ুন।

এলার্জি হল ইমিউন সিস্টেমের একটি প্রতিক্রিয়া যা নির্দিষ্ট পদার্থের মাধ্যমে আছে। এবং সেই পদার্থটিকে বলা হয় অ্যালার্জেন। অ্যালার্জেন গুলি ময়লা আবর্জনা পশুপাখির পশম খাবার অনেক কিছু হতে পারে।

আপনি কীভাবে বুঝবেন আপনার এলার্জি হয়েছে নীচে কয়েকটি এলার্জি লক্ষণ দেওয়া হলঃ
  • হাঁচি
  • চোখ জ্বালা
  • গলা খুশখুশি
  • কাশি
  • ত্বকের ফুসকুড়ি
  • ফোলাভাব
  • শ্বাসকষ্ট
উপরের লক্ষণগুলোর মাধ্যমে এলার্জির প্রভাব দেখা দিতে পারে। বিশ্বজুড়ে মানুষের একটি সাধারণ সমস্যা হল এলার্জি। এগুলো সকল বয়সের লোকদের প্রভাবিত করতে পারে বা আক্রমণ করতে পারে। যদি আপনার এলার্জি থাকে এবং উপরের লক্ষণগুলো মিলে তাহলে আপনি ডাক্তার যোগাযোগ করে সেই বিষয়ে জানতে পারবেন এলার্জি দূর করার উপায় এ পরামর্শ নিতে পারবেন।

এলার্জির প্রকারভেদ

আপনারা অনেকেই এলার্জির প্রকারভেদ সম্পর্কে জানতে চান নিচে বিস্তারিত জানানো হল এলার্জির প্রকারভেদ সম্পর্কে।

যেমন খাদ্যে এলার্জি কিছু কিছু খাবার আছে যেগুলো খেলে আপনার এলার্জি হতে পারে। এমনকি গুরুতর এলার্জি হতে পারে প্রাণঘাতী দুধ ডিম শস্য বাদাম গরুর মাংস পুঁই শাক চিংড়ি মাছ এগুলোতে মূলত অনেকের এলার্জি হয়ে থাকে।

আপনি যদি মনে করেন যে আপনার এলার্জি হতে পারে তাহলে আপনি সরাসরি ডাক্তারের সাথে যোগাযোগ করা ভাল। কারণ তারা আপনাকে সঠিক পদক্ষেপ নিতে সাহায্য করবে।

স্কিন এলার্জি কি

স্কিন এলার্জি যে কোনও সময় যে কোনও কারও হতে পারে। বিশেষ করে গরম কালে স্কিন এলার্জি ভয়ঙ্করভাবে মানুষের শরীরে আক্রমণ করে। স্কিন এলার্জির সমস্যায় যারা পড়ে তাঁরা সহজে এই সমস্যা থেকে মুক্তি পায় না। 

আর এই সমস্যাটি হয় ফাংগাল নামক একটি ইনফেকশনের কারণে। যেটি মানবদেহে অনেক আক্রমণের কারণ হতে পারে। অনেকে নিয়মিত ওষুধ খাওয়ার ফলেও এই সমস্যাটি থেকে রেহাই পাওয়া যায় না। এবং আস্তে আস্তে স্কিন এলার্জি টি একটি চুলকানি রোগের কারণ হয়ে বসে।

স্কিন এলার্জির লক্ষনসমূহ

স্কিন এলার্জির লক্ষণ সমূহ মেলা রকম ভাবে দেখা দিতে পারে যেমন নিচে দেওয়া হল।
  • চামড়া চুলকানি অস্বস্তি বের হওয়া।
  • শরীরের কিছু অংশ চাকা চাকা হয়ে ফুলে যাওয়া।
  • ঠান্ডা যেমন লেগে গেলে চোখ থেকে পানি পড়ে চোখ থেকে পানি পড়া চোখ ফুলে যায় এবং চোখ লাল রক্তের মতো হয়ে যাওয়া।
  • হাঁচি কাশি শুকনো কাশি শ্বাসকষ্টের মাধ্যমে স্কিন এলার্জির লক্ষণ সমূহ ভালো ভাবে প্রকাশ পায়।
আর উপরে উল্লেখিত এই কয়েকটি স্কিন এলার্জির লক্ষনসমূহ হচ্ছে মূলত স্কিন এলার্জির প্রধান লক্ষণ সমূহ। এর মধ্যে স্কিন এলার্জির লক্ষণ গুলো আমাদের মধ্যে প্রভাব ফেলে। যেটির মাধ্যমে আমরা বুঝতে পারব।

ল্যাটেক্স এলার্জি কি

ল্যাটেক্স এলার্জি হলো একধরণের এলার্জিক প্রতিক্রিয়া যা প্রাকৃতিক রাবার ল্যাটেক্সে উপস্থিত প্রোটিনের প্রতি সংবেদনশীলতার কারণে দেখা দেয়।

এখন আপনাদের প্রশ্ন হতে পারে ল্যাটেক্স এলার্জি হওয়ার কারণ কী এবং এটি কীভাবে আমাদের দেহে কি মাধ্যমে প্রবেশ করে। সরাসরি স্পর্শের মাধ্যমে প্রবেশ করে মাধ্যমে প্রবেশ করে এবং মুখের মাধ্যমে প্রবেশ করে। ল্যাটেক্স তৈরি জিনিসপত্র ব্যবহারের ফলে কেউ আপনার ত্বক স্পর্শ করলে সেই কারণে ল্যাটেক্স এলার্জি প্রভাবিত হতে পারে। 

তাছাড়া ল্যাটেক্স কণা যদি বাতাসের মাধ্যমে মিশে থাকে এবং সেটি যদি আপনার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আপনার দেহে প্রবেশ করে তার ফলে ল্যাটেক্স এলার্জি আক্রমণ করতে পারে। তা ছাড়া আপনি খাবারের মাধ্যমে বলতে ল্যাটেক্স খাবার যুক্ত পানি যদি আপনি খেয়ে থাকেন তাহলে আপনার ল্যাটেক্স এলার্জি হতে পারে।

ল্যাটেক্স এলার্জির লক্ষন

ল্যাটেক্স এলার্জি নানা রকম লক্ষণ সমূহ আছে। লক্ষণসমূহ গুলো নিচে আলোচনা করা হলো। আপনারা দেখুন।

আমরা সবাই জানি ল্যাটেক্স হল ল্যাটেক্স দিয়ে তৈরি শরীরের  এক অস্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া যেটিকে বলা হয় ল্যাটেক্স এলার্জি।
  • কনডম
  • বেলুন
  • টায়ার
  • বাচ্চাদের খেলনা
উপরে উল্লেখিত এই সবগুলো জিনিসের মধ্যে ল্যাটেক্স।ল্যাটেক্স হল একটি রাবার যেটি গাছের মধ্যে পাওয়া যায় এবং সেই ল্যাটেক্স যুক্ত এই উপরের সবগুলো জিনিসই আমাদের শরীরে এলার্জির কারণ হতে পারে। তা ছাড়াও গোল গোল ফুসরি  বের হওয়া এবং শরীর চাকা চাকা হয়ে যাওয়া মাধ্যমে ল্যাটেক্স ভাইরাস লক্ষণ দেখা দিতে পারে। তা ছাড়া অন্যদেরকে তীব্রভাবে লক্ষণ দেখা দিতে পারে যেমন শ্বাসকষ্ট বা রক্তচাপ কমে যাওয়া।

পৌষ্য এলার্জি

ঘরে পোষা প্রাণী রাখার অভ্যাসটা আমাদের অনেকেরই। আমরা অনেকেই ঘরে পোষা প্রাণি বা পশু পাখি পুষতে পছন্দ করি। কিন্তু আপনি কি জানেন  আপনার পোষা প্রাণীর মধ্যে আপনার শরীরে এলার্জিহওয়ার কোনও কারণ আছে কিনা। 

আসলে পোষা প্রাণী তে আপনার শরীরে এলার্জির সৃষ্টি করে। যদি আপনি ছোট থেকে পোষা প্রাণী পোষে থাকেন তাহলে আপনি পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারবেন। 

কিন্তু আপনি যদি হঠাৎ করে পোষা প্রাণী বাসায় নিয়ে আসেন তাহলে আপনার এলার্জি প্রবলেম দেখা দিতে পারে। যেমন বিড়াল কুকুর এইসব প্রাণীর মধ্যে আপনার এলার্জি দেখা দিতে পারে।

এলার্জির সবচেয়ে ভালো ওষুধ - এলার্জি ঔষধ এর নাম

এলার্জির সবচেয়ে ভালো ওষুধগুলোর মধ্যে কিছু কিছু ওষুধ কোম্পানি আছে যেগুলো নতুন ভাবে সুন্দর করে ওষুধ তৈরি করে আমাদের মধ্যে প্রকাশ করেছে তো এমনই কিছু কয়েকটি ওষুধের নাম আপনাদের কাছে তুলে ধরব। এলার্জির সবচেয়ে ভালো ওষুধ।

নীচে অনেকগুলো এলার্জির সবচেয়ে ভাল ওষুধের নাম দেওয়া হল আপনার পছন্দের মতন আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে পারেন।

  • Fenadin (ফেনাডিন – রেনাটা)
  • Fenofex (ফেনোফেক্স – ইনসেপ্টা)
  • Fexo (ফেক্সো – স্কয়ার)
  • Fexofast (ফেক্সোফাস্ট – ড্রাগ ইন্টারন্যাশনাল)
  • Deslor Tablet
  • Atarax 25 mg (অ্যাটারাক্স 25 মিলিগ্রাম),
  • Axodin (এক্সোডিন – বেক্সিমকো)
  • Axofen (এক্সোফেন – এরিস্টোফার্মা)
  • Dinafex (ডিনাফেক্স – এসকেএফ)
  • Allegra 120 mg (অ্যালেগ্রা 120 মিলিগ্রাম)
  • Alanil (এলানিল – একমি)
  • Telfast Tablet
  • Fexo 120 Tablet
  • Histakind 120 MG Tablet) …
  • Glenfine 120 MG Tablet) …
  • Alernex 120 MG Tablet)
  • Rupatadine 10 mg 24 ঘণ্টায় একবার সেবন করবেন।
  • Cetirizine 10 mg 24 ঘণ্টায় একবার সেবন করবেন।
  • Chlorpheniramine 4mg( Histacin সকালে একটা+দুপুরে একটা + রাতে একটা
  • Fexofenadine 60mg, 120mg,180mg
  • 120mg,180mg হলে দিনে ১ টি / 60mg হলে দিনে ২ বার)
  • Levocet 5mg (লেভোসেট 5 মিলিগ্রাম),
  • Levosiz 10 mg (লেভোসিজ 10 মিলিগ্রাম),
উপরে উল্লেখিত এই সবগুলি এলার্জির সবচেয়ে ভালো ঔষধ। আপনি এলার্জি ঔষধ এর নাম বাংলাদেশ ২০২৪ এই ওষুধ গুলো ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে খেতে পারে আশা করি উপকৃত হবেন।

এলার্জি ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া কি?

আপনি যদি অনেক পরিমাণে এলার্জির ওষুধ খেয়ে নেন তাহলে এলার্জি ওষুধের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে। আপনি যদি জানতে চান এলার্জি ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া কি? তাহলে আমাদের ওয়েবসাইটের অংশ পড়ুন। নীচে বিস্তারিত এলার্জি ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করা হল।

  • চোখ জ্বালাপোড়া।
  • হৃৎস্পন্দন বৃদ্ধি
  • ত্বকের জ্বালা
  • মাথা ব্যাথা
  • বমি বমি ভাব
  • পেট খারাপ
  • দৃষ্টি সমস্যা
  • প্রস্রাবের সমস্যা
  • মুখ বন্ধ হয়ে যাওয়া
  • শুষ্ক মুখ
এলার্জির ওষুধের উপরে এই সকল পার্শ্বপ্রতিক্রিয়াগুলোর মতো সমস্যা আপনাদের সাথে হতে পারে। তো আশা করি আপনি উপরের লক্ষণগুলো দেখে বুঝতে পেরেছেন এলার্জি ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া কি? হতে পারে আপনার সাথে। আপনি উপরে সূচিপত্র থেকে  অ্যালার্জী সম্পর্কে আরও বিস্তারিত তথ্য আমাদের এই আর্টিকেলে পেয়ে যাবেন।


*সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর জেনে নিন।
 
প্রশ্নঃ চুলকানি আর এলার্জি কি এক?
উত্তরঃ না চুলকানি এ্যালার্জি এক না চুলকানি অনেক রকম কারণ হতে পারে৷ ময়লা মাটির জন্য কিন্তু এলার্জি বিশেষ কিছু কারণে হয় যেমন খাবার এবং ল্যাটেক্সের কারণে।

প্রশ্নঃএলার্জি হলে কি ওষুধ খেতে হয়?
উত্তরঃ আপনার যদি এলার্জি হয়ে থাকে তাহলে আপনি ফার্মেসিতে এলার্জির কথা বলে ওষুধ খেতে পারেন।

প্রশ্নঃ এলার্জি হলে প্রাথমিক চিকিৎসা কি?
উত্তরঃ এলার্জি হলে প্রাথমিক চিকিৎসা হল আপনি ফার্মেসিতে গিয়ে আপনার এলার্জির কথা বলে ওষুধ নেন এবং যদি গুরুতর এলার্জি হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া ভাল।

প্রশ্নঃ ত্বকের এলার্জির জন্য কোন ঔষধ ভালো?
উত্তরঃ এলার্জির জন্য যেসব ওষুধ গুলো ভালো তার কিছুটা নিচে দেওয়া হলো। আপনি পুরো পোস্ট পড়লে আপনি অনেক ওষুধ এবং সকল বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। নীচে কয়েকটি ওষুধ এর নাম নিম্নরূপ দেওয়া হলঃ 
  • Fenofex (ফেনোফেক্স – ইনসেপ্টা)
  • Fexo (ফেক্সো – স্কয়ার)
  • Fexofast (ফেক্সোফাস্ট – ড্রাগ ইন্টারন্যাশনাল)
  • Deslor Tablet
  • Atarax 25 mg (অ্যাটারাক্স 25 মিলিগ্রাম),
  • Axodin (এক্সোডিন – বেক্সিমকো)
  • Axofen (এক্সোফেন – এরিস্টোফার্মা)
  • Dinafex (ডিনাফেক্স – এসকেএফ)
  • Allegra 120 mg (অ্যালেগ্রা 120 মিলিগ্রাম)
  • Alanil (এলানিল – একমি)
উপরের সবগুলো ত্বকের এলার্জির জন্য ভালো ওষুধ।

প্রশ্নঃ এলার্জি কেন হয়?
উত্তরঃ কিছু কিছু খাবারের জন্য ময়লা মাটির জন্য কিংবা ল্যাটেক্স নামক গাছের পদার্থের জন্য এলার্জি হয়ে থাকে।
  • কনডম
  • বেলুন
  • টায়ার
  • বাচ্চাদের খেলনা
উপরের সবগুলো ল্যাটেক্স পদার্থ। এগুলোর মাধ্যমে ও এলার্জি ছড়াতে পারে।

প্রশ্নঃ রাতে ত্বক চুলকায় কেন?
উত্তরঃ এলার্জির কারণে কিংবা মুখে ময়লা পরলে রাতে ত্বক চুলকাতে পারে। এটি মূলত কারণ রাতে ত্বক চুলকানোর।

শেষ কথাঃ আপনি যদি এই ধরনের আরও সব রকম তথ্য চান তাহলে আজকে আমাদের এই আকুয়া বিডি ওয়েবসাইট ফলো করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন